সূচনাঃ
শ্রম সম্পূর্ণরুপে মর্যাদাপূর্ণ। আমাদের জন্য শ্রম পূর্ব হতে নির্ধারিত
করা। কাজ করার জন্য আল্লাহ আমাদের হাত দিয়াছেন। আমাদের উচিৎ এ হাত দিয়ে কাজ
করা যতদিন আমাদের শক্তি এবং সামর্থ্য থাকে। তাই নিজের কাজ নিজ হাতে করাই
হল মহত্ব। আমাদের অলস বসে থাকা উচিৎ নয় এবং অন্যের কৃত কর্মের চেয়ে অধিক
করার চেষ্টা করা উচিৎ।